Wednesday, March 15, 2017

নিমের কিছু ব্যবহারিক উপকারিতা !



নিমের কিছু ব্যবহারিক উপকারিতা !
নিম একটি ঔষধি গাছ, বৈজ্ঞানিক নাম(AZADIRACHTA INDICA) এর ডাল, পাতা, রস, সবই কাজে লাগে। নিম একটি বহু বর্ষজীবি চির হরিত বৃক্ষ। বাংলাদেশের সবত্রই জন্মে তবে উত্তরাঞ্চলে বেশি দেখা যায়। নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীও তৈরি হচ্ছে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকর


আসুন জেনে নেই নিমের কিছু ব্যবহারিক উপকারিতা-
কফজনিত বুকের ব্যথা:-
অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে। জন্য ৩০ ফোটা নিম পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিতে / বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতী,শিশু বৃদ্ধদের জন্য ঔষধটি নিষেধ

কৃমি:-
পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়। পেটে বড় হয়। চেহারা ফ্যকাশে হয়ে যায়। জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়া দিন বার সামান্য পানি গরমসহ খেতে হবে

উকুন নাশ:-
নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগান। ঘন্টা খানেক ধরে মাথা ধুয়ে ফেলুন। / দিন এভাবে লাগালে উকুন মরে যাবে

অজীর্ণ:-
অনেকদিন ধরে পেটে অসুখ। পাতলা পায়খানা হলে ৩০ ফোটা নিম পাতার রস, সিকি কাপ পানির সঙ্গে মিশিয়ে সকাল- বিকাল খাওয়ালে উপকার পাওয়া যাবে

খোস পাচড়া:-
নিম পাতা সিদ্ধ করে পানি দিয়ে গোসল করলে খোসপাচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়

পোকা-মাকড়ের কামড়:-
পোকা মাকড় কামল দিলে বা হুল ফোটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হবে

দাঁতের রোগ:-
নিমের পাতা ছালের গুড়া কিংবা নিমের চাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবে রোগ

জন্ডিস:-
বাচ্চাদের জন্য -১১ ফোঁটা, বয়স্কদের জন্য চামচ রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে প্রতিদিন সকালে

0 comments: